আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন ভাতার আওতায় আনতে হবে: সংসদে এমপি গাজী

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতান

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন

সংবাদচর্চা রিপোর্ট:

দশম জাতীয় সংসদের দশম বাজেট অধিবেশনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর বীরপ্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন ভাতার আওতায় এনে তা বৃদ্ধি করতে হবে।  বাংলাদেশ যখন উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন সমাজের ইমাম ,মুয়াজ্জিন ও পুরোহিতরা সরকারি  বেতন ভাতাহীন থাকতে পারে না ।

২৭ জুন বুধবার ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের উন্নয়নের নানা দিক নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন। বক্তৃতার শুরুতেই গোলাম দস্তগীর গাজী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্টে বিএনপি জামায়াতের গ্রেনেড হামলায় আইভি রহমান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের শ্রদ্ধাভরে স্মরণসহ তাদের আত্নার শান্তি কামনা করেন।

জামদানি সম্পর্কে  জাতীয় সংসদে  বাজেট অধিবেশনে গোলাম দস্তগীর গাজী বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামদানি শাড়ী পড়ে বিদেশ সফর করে বাংলাদেশের জামদানি শাড়ির মুখ উজ্জ্বল করেছে। কিন্তু দুঃখের বিষয় বাঙালির হাজার বছরের পুরাতন ঐতিবাহী জামদানি শিল্প আজ ধ্বংসের মুখে।রূপগঞ্জসহ সারা দেশের জামদানি শিল্পে নিয়োজিত কর্মীরা অর্থের অভাবে জামদানি শাড়ী তৈরী করতে পারছে না। জামদানি শিল্পে সরকারী  ঋণদান করতে হবে।

কায়েতপাড়ায় ওয়াসার জায়গায় পূর্নবাসন প্রকল্প সম্পর্কে জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজী বলেন,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর  আশ্রয়হীনদের আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দিয়ে ছিলো সেই প্রকল্প বিএনপি জামায়াত ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। ভূমিদস্যু চক্র আশ্রয় কেন্দ্রের জমি দখল করে নিয়েছে। যার ফলে আশ্রয়হীন পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে বাড়ি ঘর নির্মাণ করতে পারছে না। বর্তমান সরকার তাদের ভোট অধিকার সহ আশ্রয় কেন্দ্র পুন নির্মাণ করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব চনপাড়া পূনর্বাসন কেন্দ্রকে যেন একটি আলাদা ইউনিয়ন পরিষদ করে দেন। রাজধানীর রামপুরা বাড্ডার সাথে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থার দাবি জানান গোলাম দস্তগীর গাজী।

ভূলতা ফ্লাইওভার তৃতীয় শীতলক্ষা সেতুর কাজ বাস্তবায়ন হলে ঢাকা সিলেট মাসসড়কে কোন যানজট থাকবে না রূপগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে বলেও সংসদকে জানান গোলাম দস্তগীর গাজী।

দুই বার বাংলাদেশ আ.লীগের মনোয়নয়নে জাতীয় সংসদে সদস্য হওয়ার সুযোগ দানের জন্য গোলাম দস্তগীর গাজী প্রধামন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড.ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনা আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রায় সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন এবং গোলাম দস্তগীর গাজীর দাবি গুলো মনোযোগ সহকারে সবাই শুনেছেন।