অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার এক পায়ে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান খানের কর্মী-সমর্থকদের বরাতে এ খবর দিয়েছে স্কাই নিউজ।
ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করছিলেন বলে তাঁকে হত্যা করতে চেয়েছিলেন, এমনটাই দাবি করেছেন এ ঘটনায় হামলাকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। পরে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই ভিডিও জিওটিভি অনলাইন পোস্ট করেছে। এ ছাড়া ডনও এ তথ্য জানিয়েছে।
ইমরান খানের ওপর হামলার পর ‘অত্যন্ত কঠোর ভাষায়’ এ ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এ ঘটনার দ্রুত তদন্ত করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নির্দেশ দিয়েছেন বলে জানান। খবর ডনের