সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে নুরুজ্জামান নামে এক ইভটিজারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের কারাদন্ড দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের মেয়েকে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে উত্যক্ত করত স্থানীয় জয়নাল মেম্বারের ভাতিজা নুরুজ্জামান ও ইসমাঈলের ছেলে ওয়াসিম নামে দুই বখাটে। বখাটের উত্যক্ত থেকে মেয়েকে রক্ষা করে নিবিঘেœ পরীক্ষা দেওয়ার জন্য মেয়ের বাবা গত ১৮ এপ্রিল অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে কাচঁপুর এলাকা থেকে নুরুজ্জামান নামে এক বখাটেকে আটক করে। পরে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।