টি.আই.আরিফ:
আপাতত বিধি নিষেধ ছাড়াই এবার রমজান মাস শুরু হয়েছে। আত্মত্যাগের মাস মাহে রমজানকে ঘিরে ‘ইফতার রাজনীতি’ শুরু করছে দেশের রাজনৈতিক দলগুলো। প্রধান দুই দলসহ উভয় জোট ইফতারকে সামনে রেখে রাজনীতির নতুন মিশনে নেমেছে। রাজনীতির মাঠ বলতে গেলে একবারেই ঠান্ডা। এমন নীরব অবস্থায় ইফতার আয়োজন রাজনীতিতে কিছুটা গতি আনবে বলে ধারণা করছে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ।
এরই মধ্যে ইফতারের দাওয়াতপত্র বিতরণ শুরু করেছে দলগুলো। জানা গেছে, ইফতার রাজনীতির মাধ্যমে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। আর দলীয় নেতাকর্মী ও মিত্রদের সঙ্গে এই ইফতার কর্মসূচি দিয়ে ঘনিষ্ঠতা তৈরি করতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাংগঠনিক কর্মকা-ের চেয়ে ইফতার আয়োজন নিয়েই বেশি ব্যস্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ অন্যদলগুলো। এ ছাড়া ইফতার মাহফিলে পরস্পরকে আমন্ত্রণও জানাচ্ছেন তারা।
সুত্রের খবর প্রতিবছরের মতো এবারো আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন একাধিক ইফতার পার্টির আয়োজন করবে। পবিত্র রমজান উপলক্ষে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েষ্টিনে, ২০ এপ্রিল রাজনীতিকদের সন্মানে হোটেল লেক শোরে ও ২৮ এপ্রিল পেশাজীবীদের সন্মানে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করবে বিএনপি।
এছাড়া নারায়ণগঞ্জ দেশের মধ্যে ধনী জেলা। প্রত্যেক দল এখানে ইফতার পার্টির আয়োজন করে। এবারও হবে ইফতার পার্টি । ইতোমধ্যে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন এবং বিরোধী দলের নেতারা।