আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবসে র‌্যালী অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইরকান্দুনীতে জাতীয় ভোটার দিবস পালিত হল। এইবারই প্রথম দেশে জাতিয় ভোটার দিবস পালিত হল, দিবসটি উপলক্ষে ১ মার্চ শুক্রুবার ইন্দুরকাণি উপজেলা নির্বাচন অফিস কতৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ,এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার,সাহিদা বেগম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার আছাদুজ্জামান,উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান খান, প্রকল্প অফিসার শফিকুল ইসলাম,শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের,ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান,ইন্দুরকানী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার,ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া,মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সরকারি ইন্দুরকানী করেজ অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার ইন্দুরকানী সরকারি কলেজ প্রভাষক ও বিশিষ্ঠ কলামিস্ট জাকারিয়া হোসেন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান, গোলাম ছরোয়ার বাবুল,উপজেলা, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, উপজেলা মহিলা আলীগ সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা জেপি সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ দুলাল, মহিলা সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, প্রমুখ।

র‌্যালী পরেবর্তী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান খান, প্রভাষক জাকারিয়া হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মাস্টার আঃ রাজ্জাক, সেতারা সেস্মৃতি মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেরা সুলতানা, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বাবু স্বপনকুমার ডাকুয়া,উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক মাওঃ গিয়াশ উদ্দিন সেলিম, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার, প্রধান শিক্ষক গীতিশ চন্দ্র, প্রধান শিক্ষক জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়,সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রি বৃন্দ।

বক্তারা তাদেও বক্তব্যে জাতিয় ভোটার দিবসের লক্ষও উদ্দেশ্যতুলে ধরেণ, তার বলেন তরুনরা ঠিক ১৮ বছওে ভোটার হবেন, এবং সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবে।