আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইছাপুরা বাজারে পর্ণোগ্রাফার’কে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

রূপগঞ্জের ইছাপুরা বাজারে ‘সাজেদা টেলিকম’ নামক দোকানে গত ৫ আগস্ট পর্ণোগ্রাফি বিরোধী অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফার শাহ আলম সরকার (৩০) আটক করে র‌্যাব -১। এসময় গ্রেফতারকৃত আসামীর দোকান তল্লাশী করে পর্ণোগ্রাফি সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি সিপিইউ, ০১ টি হার্ডডিক্স, ০১টি র‌্যাম, ০১ টি মনিটর, ০১ টি মাউস, ০১ টি কিবোর্ড, ১২ টি কার্ড রিডার, ০১টি এ্যাডাপ্টর, ০২ টি ক্যাবল, ০৫ টি মেমোরী কার্ড, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। সে মৃত মজিবর রহমান সরকার এর ছেলে।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন ইছাপুরা বাজারে‘সাজেদা টেলিকম’ নামক দোকানে মোবাইলের চার্জার, মেমোরী কার্ড, মোবাইল রিচার্জ ব্যবসার আড়ালে কম্পিউটারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশার তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে বিভিন্ন প্রকার পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল। আসামী অপরাধ স্বীকার করেছে। আসামীকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।