আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ প্রার্থীর পক্ষে পাপ্পা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে আসন্ন ৫ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিসিবির নবনির্বাচিত পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। বুধবার ( ২০ অক্টোবর ) রাতে তিনি ভোলাবতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক হাসান আশকারী, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী এড. তায়েবুর রহমান।

সভায় নেতৃবৃন্দ আসন্ন ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

এসময় রূপগঞ্জে আওয়ামী রাজনীতির ভবিষ্যত কান্ডারী গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক। যে কোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা হারলে জননেত্রী শেখ হাসিনা হেরে যাবে।

তিনি আরও বলেন, ভোলাব থেকে এবার আমরা কলঙ্ক দূর করবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কেউ আমাদের হারাতে পারবে না। ভোলাবতে নৌকার জোয়ার এসেছে।

উল্লেখ্য রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান গাজী গোলাম মর্তুজা পাপ্পা।