আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগের রাজনীতি করে অথচ ভন্ড : চন্দন শীল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে অথচ ভন্ড, লাশ নিয়ে রাজনীতি করেন। বঙ্গবন্ধুর আদর্শে আমরা যারা রাজনীতি করি, সকল খুনের বিচার চাই এবং সুষ্ঠ তদন্ত চাই। নারায়ণগঞ্জে ত্বকী নামে একজন কিশোর খুন হয়েছিল। আমরা সেই হত্যার সুষ্ঠ তদন্ত চাই। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আফসোস হয়, সেই লাশ নিয়ে অনেকে রাজনীতি করে। ১৬ জুনের ২০ জন নিহত নিয়ে কিছু বলে না। আবার ১৬ জুনের ঘটনাকে তারা ভিন্ন দিকে প্রবাহিত করে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ মানে শামীম ওসমান। এটাই বাস্তবতা। ওনি যা বলেন তাই সঠিক এটা অনেকবার প্রমাণিত হয়েছে। ১৬ জুনের ঘটনার পর শামীম ওসমান বলেছিলেন, শেখ হাসিনাকে বাঁচান।

সর্বশেষ সংবাদ