আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রীর ব্যাপক প্রস্তুতি

নবকুমার:

বাংলাদেশের প্রাচীন রাজতৈনিক দল আওয়ামী লীগ। এ দলের মাধ্যমে এদেশের ভাষা স্বাধীনতা গণতন্ত্র সু প্রতিষ্ঠিত হয়েছে। সেই দলের ৭০ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে রূপগঞ্জে ব্যাপক  প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

জানা গেছে আগামী ২৩ জুন রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বাষির্কীতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করার কথা রয়েছে । এসব অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী যোগদান করবেন। এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হবে ২৩ জুন ভোরে আওয়ামী লীগ অফিস সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দলীয় ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে আলোচনা সভা দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।