আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের উত্তর-দক্ষিণ মেরুর দ্বন্দ্ব অবসান হওয়া দরকার: জি এম আরাফাত

সংবাদচর্চা রিপোর্ট:

আওয়ামী লীগের রাজনীতি এবং বর্তমান সময়ের আলোচিত বিষয় নিয়ে সংবাদচর্চার রাজনীতিচর্চা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল ) দৈনিক সংবাদচর্চার চাষাঢ়া কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।  অনুষ্ঠানে অতিথির কাছে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি খোলামেলা ভাবে উপস্থাপন করেন।

প্রথমে তার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ সরকারের টানা ৩য় মেয়াদের সরকার পরিচালনায় নারায়ণগঞ্জের কতটুকু উন্নয়ন হয়েছে ? এবং কি কি কাজ করা দরকার  এবিষয়ে জি এম আরাফাত বলেন, নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ এবং ২টিতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উল্লেখ যোগ্য করে বলতে গেলে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ভূলতা ফ্লাইওভার সহ উক্ত এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। নারায়ণগঞ্জ-২  আড়াইহাজারের  নজরুল ইসলাম বাবু  এমপি  ঐ এলাকায় জাতীয় কৃষি ইন্সটিটিউট বাস্তবায়ন সহ অনেক উন্নয়ন করেছেন। ধারাবাহিক ভাবে প্রতিটি আসনেই সরকারের উন্নয়ন বিদ্যমান। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষন দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ে রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়ন হবে যার পরিকল্পনা সরকারের হাতে আছে।

নারায়ণগঞ্জ আওয়ামীলীগের মধ্যে একটি বিভেদ আছে যা উত্তর মেরু এবং দক্ষিন মেরু হিসেবে বিভক্ত  এবিষয়ে জানতে চাইলে জি এম আরাফাত বলেন , এই সমস্যা বহুদিনের । যার জন্য দলের তৃণমূলের নেতা-কর্মীর মধ্যেও আক্ষেপ আছে। এই দ্বন্দ্ব বিভাজনের অবসান হওয়া দরকার। প্রধান মন্ত্রী অবশ্যই সব খবর রাখেন । সময় মত দলীয় ফোরাম এর মিমাংশা করবেন।

মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ডের  পূর্নাঙ্গ কমিটি এখনো না হওয়ার কারন কি এবং কতদিনে হতে পারে জানতে চাইলে জি এম আরাফাত বলেন, দলের নীতি নির্ধারকগণ জেলা ও মহানগর কমিটি দেয়ার পর জাতীয় নির্বাচন থাকায় তা করা হয়নি তবে অতি দ্রুতই মহানগরের ২৭টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা হবে তা আপনারা দেখতে পাবেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম সম্প্রতি সময়ে পুলিশ প্রশাসনকে নিয়ে একটি অনুষ্ঠানে বিরুপ মন্তব্য করেছে তাতে কি  দলের ভাব-মূর্তি নষ্ট হয়েছে এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন, সেই বক্তব্যটা তার ব্যক্তিগত । এখানে দল বা দলের প্রবীন নেতাদের কোন মতামত নয়। আমি নিজে যদি আজকে বেফাশ কিছু বলি তার দায়-ভার দল কেনো নিবে।

নারায়ণগঞ্জের বর্তমান পুলিশ সুপার হারুন অর রশীদ অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছেন  এ বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে আরাফাত বলেন, অবশ্যই আমি অপরাধ দমনে সকল অভিযানকে স্বাগত জানাই। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু এই পলিশ সুপার নন ধারাবাহীকভাবে সব সময় যেন এমন অভিযান বহাল থাকে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হয়। তেমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন ভবিষ্যতে কোন নির্বাচনে অংশ গ্রহন করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন,  প্রতিটি রাজনৈতিক ব্যক্তির লক্ষ থাকে জনসেবা করার এবং নিজেকে জনগণের কাছে তুলে ধরার। আমার বাবা আমৃত্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমিও প্রায় পচিশ বছর যাবৎ রাজনীতি করছি এবং যতদিন বেচে আছি জনসেবার লক্ষে কাজ করে যেতে চাই। আসলে কোন নির্বচনে অংশ নিবো তা ভবিষত বলে দিবে। আমার যোগ্যতা এবং দল যদি আমাকে কোন নির্বাচন করার  সুযোগ দেয় তবে করব।