আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কোরআন সূরা তাওবা১ আয়াত : ১২৯/আল হাদিস

আয়াত : ১২৯ রুকূ : ১৬

সূরা তাওবা১ আয়াত : ১২৯

আয়াত : ১২৯

আল কোরআন
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৩৯. যদি তোমরা বের না হও, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা আল্লাহর (দ্বীনের) কোনই ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী।

আল হাদিস
শোক-তাপে চেঁচিয়ে বিলাপ, মাথা নেড়া করা কঠোরভাবে নিষেধ
আবূ বুরদা রাহিমাহুল্লাহ্ থেকে বর্ণিত, তিনি বলেন: “আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু রোগ যন্ত্রণায় সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি চেঁচিয়ে কান্না করতেছিল। কিন্তু তার কান্না বন্ধ করার মত শক্তি তাঁর ছিল না। পরে যখন তিনি হুঁশ ফিরে পেলেন তখন বললেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে মুক্ত আমিও তাদের থেকে মুক্ত। বন্তুতঃ তিনি সেসব নারীদের থেকে মুক্ত যারা শোকে বিলাপ করে, মাথা নেড়া করে এবং কাপড় ছেঁড়ে।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ১২৯৬, মুসলিম: ১০৪]