আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৫ ডাকাত আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলেন ঢাকার মাতুয়াইলের মোহর আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমোহন এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২৩), আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকার শফিকের ছেলে সোহাগ (১৯), নগর ডৌকাদী গ্রামের শাহ আলমের ছেলে হাসান (১৯) , শালমদী গ্রামের নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)।  রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশের একটি ঝোপ থেকে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি শাবল এবং তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, ৫ ডাকাতের  বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের সোমবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে। আসামিরা স্বীকার করেছেন তারা ডাকাতি করতে এসেছিলো।