নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার উপজেলা সদরের পঞ্চাশ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।
উপজেলার দয়াকান্দা গ্রামে রোববার সকালে মানিক মিয়ার স্ত্রী মিনারা বেগম তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এ সময় পাশের বাড়ির কুলসুমকে মিনারা গালাগাল শুরু করেন।
কুলসুমের ছেলে রনি এর কারণ জানতে চাইলে তাকে প্রতিপক্ষ মারধর করতে থাকে। এ সময় ছেলেকে বাঁচাকে আসলে কুলসুমকে মানিক শাবল দিয়ে মাথায় আঘাত করে। এ ঘটনায় পাল্টাপাল্টি সংঘর্ষ হলে মানিক মিয়ার স্ত্রী মিনারাও আঘাতপ্রাপ্ত হন।
পরে আশপাশের লোকজন আহত কুলসুম ও মিনারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উভয়পক্ষের স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে ওই দিন দুপুরে সংঘর্ষে লিপ্ত হন। পরে মিনারাকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় শিফট করা হয়।
এর পরও আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে হাসপাতালের নার্স ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।