আড়াইহাজার প্রতিনিধি:
পাটকে সোনালী আঁশ বলা হয়। এখনো রয়েছে পাটের ব্যাপক চাহিদা। বিভিন্ন পন্য তৈরিতে পাটের ব্যবহার উল্লেখযোগ্য। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জুড়ে প্রতিবছর ব্যাপক পাট চায় হয়ে থাকে । চলতি বছরে বিশেষ করে টেকপাড়া, পুরিন্দা, পাঁচবাড়িয়া, পাঁচরুখী, পাঁচগাও, দুপ্তারা, উচিৎপুরা, বিশনন্দী, খাগকান্দা, ফতেপুর, কালাপাহাড়িয়া এই সব এলাকায় পাট চাষ হচ্ছে । কিন্তু গত ০৬ এপ্রিল শনিবার রাত – ১০.০০টায় শিলা বৃষ্টিতে পাট সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কৃষক মোঃ এমারত হোসেন বলেন, এই বছর পাটের আবাদ খুব ভাল হয়েছে কিন্ত গতকাল রাতে শিলা বৃষ্টিতে পাট সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে ধানে পোকা ও ইদুরের আক্রমন, আবার শিলা বৃ্ষ্টি তাই এই বছর কৃষি ফসল খুব একটা ভাল হবে না বলে তিনি ধারনা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন বলেন, এই বছর প্রথম থেকেই কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষতি হয়েছে । যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটে প্রতিটা কৃষক লক্ষ্য মাত্রানুযায়ী ফলন পাবে বলে আমরা অাশা করি। আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে পোকা ও ইদুরের আক্রমন থেকে কৃষককে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছে আশা করছি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, পাট চাষেও শিলা বৃষ্টিতে যেটুকু ক্ষতি হয়েছে আশা করি ঠিকমতো পরিচর্চা করলে তা পুষিয়ে ওঠা সম্ভব।