আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদ্রাসার ছাত্র খুন

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে মাহাবুব (১৫) নামের এক মাদরাসার ছাত্র খুন হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে।

হত্যার ঘটনায় সৈকত নামে সন্দেহ ভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। সৈকত সেন্দী গ্রামের বিল্লালের ছেলে।
নিহতের বড় ভাই আবু হানিফ জানান, তার ভাই বন্দর কওমী মাদরাসায় পড়ালেখা করতেন। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় সে দুমাস যাবত বাড়ি ছিল। ১৭ মে মাহাবুব খারাপ ছেলে দের সাথে খেলাধুলা করলে আমার ৪র্থ ভাই তৈয়ব তাকে শাসন করে। পরে সে রাগ করে বাড়ি থেকে চলে যায়।

অনেক খোঁজা-খুজির পর রোববার রাত ১২টার দিকে বস্ত্রহীন অবস্থায় সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ মাহবুবের গলাকাটা লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সোমবার নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে গলায় ছুরিকাঘাত করে মাহাবুবকে হত্যা করা হয়েছে। তদন্ত করে এ হত্যার মুলরহস্য জানা যাবে।
তিনি আরো বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার কোর্টে চালান করে দেওয়া হবে।
নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী দিয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।