রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি নাশকতার মামলায় জেলা বিএনপির সহ সভাপতি সহ দলের ৭৭ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।বাকী ৪ নেতার জামিন মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে মামলার ৮৭ জন আসামীর মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
জামিন পাওয়া নেতারা হচ্ছেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল আহাম্মেদ, আইনজীবী কামাল হোসেন ও ছাত্রদল নেতা সোহাগ।
আসামী পক্ষের আইনজীবি এড. সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭জন জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন আজাদ হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেয় আদালত। তিনি জানান, আজকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।
প্রসঙ্গত ৬ সেপ্টেম্বর আড়াইহাজারের একটি নাশকতার বিষয় উল্লেখ করে নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে মামলা করে পুলিশের একজন এসআই।