আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ারসহ মনির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ২৪ ক্যান বিয়ারসহ মনির চৌধুরী (৩৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। ২ আগস্ট রাতে উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক ( এ এস আই) মাবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে অভিযান চালিয়ে তাকে উল্লেখিত বিয়ারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির চৌধুরী ওই এলাকার মৃত: হযরত আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি অনিচুর রহমান মোল্লা জানান, তাকে মাদক আইনে মামলা দিয়ে সোমবার কোর্টে চালান করে দেয়া হয়েছে।