আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অয়ন বিবি (৪৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় উজানগোপিন্দী এলাকার মৃত শহীদ মিয়ার স্ত্রী। খবর পেয়ে মঙ্গলবার নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার এসআই রফিক জানান, অয়ন বিবি এলাকার বিভিন্ন লোকের কাছে দেনা ছিলেন। প্রতিদিন তাকে এ দেনা পরিশোধের জন্য লোকজন চাপ দিচ্ছিল। হয়তো চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে।
এসআই আরো বলেন, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যর কারন সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।