আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বজ্রপাতে নিহত ১

স্কুল ছাত্রী নিহত

আড়াইহাজারে বজ্রপাতে নিহত

 

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে বজ্রপাতে অয়ন দেবনাথ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অয়ন সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অয়ন ওই এলাকার জয় দেবনাথের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুপালি গণমাধ্যমকে জানান, শুক্রবার কলেজ ছুটি থাকায় দুপুরে বাড়ির পাশে ক্ষেত থেকে ধান নিয়ে ফেরার পথে অয়ন হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।