আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আড়াইহাজারে পৌর নির্বাচনে

 

আড়াইহাজারে পৌর নির্বাচনে

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী ২৫ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় সাধারন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আজ ৪ জুলাই বুধবার মেয়র ও কাউন্সিলর প্রার্র্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা রিটানিং কর্মকর্তাগণ স্ব স্ব কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন।

আড়াইহাজার পৌরসভার সাধারন নির্বাচনের রিটানিং অফিসার ফয়সাল কাদের জানান, প্রার্থীদের পছন্দ অনুযায়ী ও কিছু ক্ষেত্রে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়া প্রার্থীরা হল- আড়াইহাজার পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোঃ সুন্দর আলী (নৌকা) ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার (ধানের শীষ)।

এছাড়া সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোসাঃ রাশিদা আক্তার (আনারস), মোসাঃ রোকেয়া বেগম(জবা ফুল) ও মাসুমা বেগম(চশমা) প্রতীক। সংরক্ষিত ২ নং ওয়ার্ডের রীনা বেগম (চশমা),মনোয়ারা বেগম(আনারস) ও রাশিদা(জবা ফুল)।

সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের শামসুন নাহার(বলপেন), পারভীন আক্তার((আনারস), সাজেদা আক্তার(চশমা), মাসুদা(জবা ফুল) ও ইয়াছমিন আক্তার(টেলিফোন) প্রতীক।

সাধারন আসনের ১নং সাধারন ওয়ার্ডে প্রতীকপ্রাপ্ত কাউন্সিলর প্রার্থীরা হল- আঃ হাই মোল্লা (উটপাখি), মোঃ মমিনুল ইসলাম শুভ (ডালিম) ও মোঃ মনির হোসেন(টেবিল ল্যাম্প) প্রতীক। ২নং সাধারন ওয়ার্ডে জুলহাস মিয়া (ডালিম),অহিজদ্দিন ভুয়া (উটপাখি), লিটন সাহা (গুরু দাস)(পানির বোতল) ও সুবোধ চন্দ্র দাস (পাঞ্জাবী) প্রতীক। ৩নং সাধারন ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম (উটপাখি), ও রাশেদুজ্জামান (পানির বোতল)। ৪নং সাধারন ওয়ার্ডে শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

৫নং সাধারন ওয়ার্ডে মোঃ সদর আলী ভুইয়া (পাঞ্জাবী),মোঃ সফিকুল ইসলাম (উটপাখি), ছোয়াদ আলী (পানির বোতল), মারুফ হোসেন মিলন (ঢেঁড়শ),মোঃ জাহাঙ্গীর হোসেন (টেবিল ল্যাম্প), মোঃ শামীম(গাজর) ও আঃ কুদ্দুছ (ডালিম) প্রতীক। ৬নং সাধারন ওয়ার্ডে মোঃ বশির উল্লাহ (পাঞ্জাবী) ও মোঃ লাল মিয়া (উটপাখি) প্রতীক। ৭নং সাধারন ওয়ার্ডে মোঃ হাতেমালী (উটপাখি), মোঃ মনির হোসেন ভুইয়া(পাঞ্জাবী), মোঃ হাবিবুল্লাহ (গাজর), আহসান উল্লাহ (ডালিম) ও মোঃ আলমগীর হোসেন (পানির বোতল) প্রতীক।

৮নং সাধারন ওয়ার্ডে কামরুল হাসান (টেবিল ল্যাম্প), আসাদ মিয়া (পানির বোতল), মোঃ ইসলাম মোল্লা (পাঞ্জাবী), মোঃ ফারুক (গাজর), শ্রী সুবল চন্দ্র দাস (ডালিম), জহিরুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ও মোঃ জাকির হোসেন (উটপাখি) প্রতীক। ৯নং সাধারন ওয়ার্ডে -মোঃ কালু মিয়া ( পানির বোতল), মোঃ মুঞ্জুর হোসেন (উটপাখি), মোঃ হারুন অর রশিদ (পাঞ্জাবী) ও মোঃ সাদেকুর রহমান (টেবিল ল্যাম্প) প্রতীক।

গোপালদী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার সফিকুর রহমান জানান, গোপালদী পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার(নৌকা) ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মিলন(ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছমা আক্তার( চশমা),আয়েশা আক্তার (বলপেন ), মোসা: তাসলিমা রহমান (আনারস ) ও সাহিদা আক্তার(জবা ফুল ) প্রতীক।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে -আয়মুন নেছা ( দ্বিতল বাস),বকুল আক্তার ( চশমা), মিসেস সুফিয়া আক্তার( আনারস), মোসাম্মৎ নাসিমা বেগম ( টেলিফোন) ও রেশমা বেগম(জবা ফুল ) প্রতীক।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডে – আকলিমা ( চশমা), লিপি (আনারস ) ও শাহীদা বেগম(বলপেন ) প্রতীক।
১নং সাধারন ওয়ার্ডে – মোঃ আক্তার হোসেন (পাঞ্জাবী), মোঃ আঃ ছালাম আজাদ ( ডালিম), মোঃ রূপচাঁন মিয়া ( পানির বোতল) ও মোঃ শাহজাহান (উটপাখি ) প্রতীক।

২নং সাধারন ওয়ার্ডে-মোঃ আতাউর (ডালিম ), মোঃ আলী হোসেন (পাঞ্জাবী ), মোঃ আসাদুজ্জামান ভুট্টো (পানির বোতল ), মোঃ রাজু আহমেদ বাছেদ (ব্রিজ ) ও মোঃ শহিদুল ইসলাম (উটপাখি ) প্রতীক।

৩নং সাধারন ওয়ার্ডে -মোঃ গোলজার হোসেন ভুইয়া (উটপাখি ) ও মোঃ ছায়েদুল ইসলাম (পাঞ্জাবী ) প্রতীক।
৪নং সাধারন ওয়ার্ডে মোঃ ফজলুল হক (ডালিম ),মোঃ মনিরুল ইসলাম ( পাঞ্জাবী) ও হাজ্বী মোঃ হারিছুল হক ( উটপাখি ) প্রতীক।

৫নং সাধারন ওয়ার্ডে -মিনহাজুর রহমান ( ডালিম) ও মোঃ মোছলেহ উদ্দিন (উটপাখি ) প্রতীক।
৬নং সাধারন ওয়ার্ডে -মোঃ আলমগীর হোসেন (ডালিম ),মোঃ শাহনেওয়াজ মোল্লা(উটপাখি) ও হাজী আব্দুল মান্নান ( পাঞ্জাবী ) প্রতীক।

৭নং সাধারন ওয়ার্ডে – মোঃ আলমগীর হোসেন (উটপাখি ), মোঃ চাঁন মিয়া (ঢেঁড়শ ) ও মোঃ জয়নাল আবেদীন ( পানির বোতল) প্রতীক।

৮নং সাধারন ওয়ার্ডে -ইমান আলী ( উটপাখি), মোঃ আনোয়ার হোসেন (পানির বোতল) ও মোঃ সফিকুল ইসলাম ( পাঞ্জাবী) প্রতীক।

৯নং সাধারন ওয়ার্ডে -আঃ ওহাব মিয়া ( টেবিল ল্যাম্প), ছাদেকুর রহমান (পানির বোতল ), মোঃ আবুল হোসেন ভুইয়া (উটপাখি ),মোঃ আলী আজগর ( পাঞ্জাবী) প্রতীক।

সর্বশেষ সংবাদ