আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাগলা শিয়ালের কামড়ে আহত ১১

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজর প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগ কান্দা ইউনিয়নের অন্তর্গত পাশাপাশি ছয়টি গ্রামে ঝাকে ঝাকে শিয়াল আক্রমণ করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় শিয়ালের আক্রমণ। এতে ছয় গ্রামের মোট ১১ জন শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়েছে। তাদেরকে মহাখালি সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, উপজেলার নয়নাবাদ গ্রামে শিয়ালের কামড়ে আহত হন ইব্রাহিম (১৮) জাকির (২০) সানজিদা (৯), চম্পক নগরের আমির হোসেন (৮) আস্কর আলী (৫) মুরাদ (২), জাঙ্গালিয়া গ্রামের আসাবুদ্দীন (২৮), লালুরকান্দি গ্রামের ঝুনু (৩৫) আবু তাহের (৬), বাহের চরের মেহেরুন নেছা (৭০) ও ইসলামপুর গ্রামের আঃ আউয়াল (৫৫)। এলাকাবাসি জানায়, সন্ধ্যার পর পরই ওই এলাকার পাশাপাশি অবস্থিত ছয়টি গ্রামে ঝাকে ঝাকে শিয়াল এসে যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। পরে লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শিয়াল তাড়া করেন।