সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান পদে দুইটিতে নৌকার মাঝি পরিবর্তন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নৌকার নতুন মাঝিরা হলেন উচিৎপুরায় ইসমাইল হোসেন, দুপ্তারায় নাজমুল হক। অপর নৌকার মাঝিরা হলেন খাগকান্দা ইউনিয়নে বর্তমান আরিফুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অদুদ মাহমুদ, ব্রাহ্মন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লাক মিয়া, ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: আবু তালিব মোল্লা, মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহ , হাইজাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন, বিশনন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন।
গত ২২ নভেম্বর (সোমবার) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড চেয়ারম্যান পদে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে।
তবে একটি চক্র ফেসবুকে গুজব ছড়ায় উচিৎপুরায় নৌকার মাঝি বেনুজির আহমেদ, খাগকান্দায় রেজাউল করিম। প্রকৃতপক্ষে বেনুজির আহমেদ ও রেজাউল করিম আওয়ামী লীগের মনোনয়ন পায়নি।
এছাড়া যেসব বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পায়নি তারা হলেন উচিৎপুরা ইউনিয়নে মো. নাজিম মোল্লা, দুপ্তারা ইউনিয়নে শাহিদা মোশারফ। দলীয় মনোনয়ন বঞ্চিত নাজিম মোল্লা স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা তা নিয়েও নানা আলোচনা হচ্ছে। কারণ ক্ষমতাসীন দলের জন্য এবার মাঠ ফাঁকা। বিএনপি এবার নির্বাচনে অংশ নিচ্ছে না। চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। খেলা হবে মেম্বার নিয়ে ।
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।