আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নদী রক্ষা কমিটির সভা

নদী দখল ও দূষণ রোধে আড়াইহাজার নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সভা হয়।  ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার।

সভায় বক্তারা বলেন, প্রত্যেকটা নদী দূষণমুক্ত করতে হবে। যারা নদী দখলের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। বর্তমান সরকার নদী রক্ষায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।