আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে । এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শক্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহনপুর গ্রামে নুরুল ইসলামের লোকজনের একই গ্রামের ফারুক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন তারিখকে কেন্দ্র করে নুরুল ইসলামের সাথে ফারুকের বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আয়েশা, লুৎফর রহমান, সবুজ, ফারুক, বিল্লাল, সোহরাব, জামান, লাদেন ও নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যপারে খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, পুর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যপারে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।