আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ট্রাক উল্টে রিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী নামক স্থানে তেল বাহী ট্রাক উল্টে অজ্ঞাত এক রিকশা চালক (৪৫) নিহত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, রোববার বেলা ১.৩০ মিঃ নরসিংদী গামী দ্রুতগতি সম্পন্ন একটি তেলবাহী ট্রাক পাঁচরুখী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক রিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। হাই ওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। উল্টে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। রাস্তায় ট্রাকটি উল্টে থাকার কারণে অন্যান্য পণ্য বাহী গাড়ী চলাচল ব্যহত হয় । এ রেিপার্ট লিখা পর্যন্ত নিহত রিক্সা চালকের পরিচয় মিলেনি।