আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছাত্রদল নেতার মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার বিকালে উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের রহমান জিকু বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। তিনি আড়াইহাজার পৌরসভার ডাক বাংলারোড় এলাকায় লোকজনের হাতে মাস্ক তুলে দেন। বিনামূল্যে মাস্ক সংগ্রহ করতে অনেকেই তার কাছে ভিড় করেন। করোনা ভাইরাসের প্রভাবে বাজারে মাস্কের দাম বৃদ্ধি পাওয়া অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না।

জিকু বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সামান্য সচেতনতার অভাবে আমার এলাকার মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়তে পারেন। সেই উপলদ্ধি থেকেই আমার পক্ষ থেকে মাস্ক বিতরণের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমার সাধ্য অনুযায়ী সিএনজি চালক, রিকশা ও ফুটপাতের হকারসহ প্রায় দুই শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।