আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে খেলনা পিস্তল, বোমা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

আড়াইহাজারে খেলনা পিস্তল

আড়াইহাজারে খেলনা পিস্তল

 

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে ডাকাতদের ফেলে যাওয়া খেলনা পিস্তল, বোমা, কার্টার, বল্লম ছোড়াসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, ৩জুলাই মঙ্গলবার দুপুরে নরসিংদী-মদনগঞ্জ সড়কের উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকায় হানিফা কাজীর বাড়ির সামনে সড়কের পাশে স্থানীয় কৃষকরা গরুর জন্য ঘাস কাটার সময় সেখানে বোমা আকৃতির বস্তু, পিস্তল, লোহা কার্টার, এক ফলা টেটা ছোড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের জানায়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১টি খেলনা পিস্তল, ৪টি বোমা, ১টি লোহা কাটার কার্টার, ৩টি বড় আকৃতির ছোড়া, ৩টি এক ফলা টেটা, ২টি শাবল এবং বেশ কিছু হাফ প্যান্ট ও মুখোশ উদ্ধার করে।
লেঙ্গুরদী এলাকার জামান ভুইয়া জানান, এ এলাকায় সড়কে প্রায়ই গাড়ি থামিয়ে ও বাড়ি ঘরে ডাকাতি হয়ে থাকে। মনে হচ্ছে ডাকাতরা ডাকাতি শেষে সড়কের পাশে ঘাসের নিচে অস্ত্রগুলো লুকিয়ে রেখে যেতে পারে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজনদের মাধ্যমে সংবাদ পেয়ে অস্ত্র গুলো উদ্ধার করা হয়। তবে অস্ত্র গুলো ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র হতে পারে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ