আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রদল

সংবাদচর্চা রিপোর্ট

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে ‘দেশ বাচাঁও মানুষ বাচাঁও’ এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) দিনভর কৃষকের ধান কেটে দেয় তারা।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের জিকুর নেতৃত্বে ১ বিঘা জমির ধান কেটে হত দরিদ্র কৃষককে সহযোগীতা করা হয়। ধান কাটায় অংশ নেয়া ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসার প্রতিক সোনার বাংলার পাক ধান নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে। আমরা ছাত্রদল নেতৃবৃন্দ বেচেঁ থাকতে তা হতে পারে না। কারণ ছাত্রদলে জিয়াউর রহমানের আর্দশের রাজনীতি করে। ধানের শীষের প্রতি তীব্র ভালবাসা আমাদের ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে। আমরা ধান কাটার পর মাড়াই ও কৃষকের বাড়িতে ফসল পৌছে দিবো।

এসএমআর