আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে স্টুন্ডেন্ট লাইফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্থানীয় আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কমিটি সেন্টারে স্টুডেন্ট লাইফ ন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
থানা যুবলীগের সভাপতি আহম্মেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহীদা মোশারফ, আওয়ামী লীগ নেতা নাজমুল, স্টুডেন্ট লাইফ ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান আতিশ প্রমুখ। স্থানীয় তিনটি বিদ্যালয়ের ৩৩জন ছাত্রছাত্রীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয় ।