আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ আটক-১

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে। সে স্থানীয় বান্টি এলাকার মনিরের ছেলে।

মঙ্গলবার রাতে ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে বের হলে তাকে জোরপূর্ব তুলে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বুধবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ ধর্ষককে আটক করে। এদিকে আশঙ্কা জনক অবস্থায় রাতেই ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার এসআই মোস্তাফিজ বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। তার সঙ্গে আরো কারা এ ঘটনায় জড়িত রয়েছে তাদেরও খোঁজে বের করা হবে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।