আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউনুছ হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিক ইউনুছ (৩৫) এর হত্যাকীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিচার কামী এলাকাবাসি। গতকাল শুক্রবার সকাল ১০টায় ইউনুছের গ্রাম গহরদীতে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ কালে এলাকাবসি ইউনুছের খুনি দড়িগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও মকবুলের ফাঁসির দাবী উল্লেখ করে শ্লোগান দেয়।

প্রসঙ্গত, ৫ অক্টোবর সন্ধ্যায় কারো সাথে মোবাইলে কথা বলতে বলতে বাড়ী থেকে বের হয়ে যায় গহরদী গ্রামের আবুল কাসেমের ছেলে ইউনুছ। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে আড়াইহাজার থানায় ৬ অক্টোবর ইউনুছের বোন মল্লিকা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেন (সাধারণ ডাইরী নং- ২২৯) এবং মল্লিকিা বেগম নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এস আই ফিরোজ মুন্সি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রোববার রাতে সন্দেহ ভাজন আসামী দড়িগাঁও গ্রামের ওয়াজউদ্দীনের ছেলে আনোয়ার (৩৫) কে গ্রেফতার করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ীর পিছনের একটি পুকুর থেকে ইউনুছের অর্ধ গলিত লাশ উদ্ধার করে। সেই সঙ্গে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দড়িগাঁও গ্রামের আপ্তাব্দুীনের ছেলে মকবুল (২৮) কে গ্রেফতার করেন।