আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আপন ভাগিনীকে হত্যার দায়ে মামার নামে মামলা

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে সাফিয়া (৮) নামের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে তারই মামা জুয়েল (২৮) কে একমাত্র আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের মাতা সুমি বেগম। বৃহষ্পতিবার রাতে মামলাটি রুজু হয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, এলাকাবসির মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী শিলবাড়ী গ্রামের একটি খাল থেকে বুধবার সন্ধ্যায় ওই গ্রামের শাহিন মিয়ার শিশু কন্যা সাফিয়া (৮) এর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন মঙ্গলবার সকাল থেকে সাফিয়াকে খূঁজে পাওয়া যাচ্ছিল না।
লাশ উদ্ধারের পর এটি কে নিছক অপমৃত্যু বলে ধারণা করা হলেও পরে পার্শ্ববর্তী “ইমেজ নামে একটি প্রিন্ট মিলের সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হয় যে, মেয়েটির মামা একই গ্রামের শহিদ মিয়ার ছেলে জুয়েল (২৮) তাকে খালের পানিতে চুবিয়ে হত্যা করেছে। এ দৃশ্য দেখে নিহতের মাতা সুমি বেগম তার ভাই ঘাতক জুয়েলকে এক মাত্র আসামী করে থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, হত্যাকারী সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তা ছাড়া, হত্যার কারণ সম্পর্কে জুয়েল গ্রেফতার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলেও তিনি জানান।