আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আগুন দিয়ে দোকান পুড়িয়েছে দুর্বৃত্তরা

আড়াইহাজার  প্রতিনিধি: 

আড়াইহাজারে  আশরাফ ভ্যারাটাইজ স্টোর নামে একটি মুদি দোকান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয় বলে মালিকপক্ষ দাবী করেন।

ক্ষতিগ্রস্ত দোকানদার আশরাফুল ইসলাম জানান, বালিয়াপাড়া বাজারে সবচেয়ে বড় মুদি দোকানটি তার। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত দেড়টায় দিকে অজ্ঞাত দুবৃত্তরা দোকান পেছনের জানালা ভেঙ্গে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়লে বাজারের নৈশ প্রহরী আগুন আগুন বলে আত্মচিৎকার করতে থাকেন। পরে তাদের চিৎকার শুনে আশাপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে থাকে। এর মধ্যে খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই তার মুদি  দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক হুমায়ন কবিরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।