কলেজ ছাত্রীকে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে তার প্রেমিক সুশান্ত সাহাকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ১৮ অক্টোবর আড়াইহাজারে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুশান্ত উলুকান্দী গ্রামের প্রদীপ সাহার ছেলে। মেয়ের বাড়ি গোপালদী পৌরসভার উলুকান্দী গ্রামে।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান , আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মামলা হয়েছে। আমরা আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দিয়েছি।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে সুশান্ত ও ওই মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাধে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতো তারা।
মেয়েটি অভিযোগ করেন, এক পর্যায়ে তার প্রেমিক সুশান্ত তার ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে রাখে। এক পর্যায়ে সে তাকে ব্ল্যাকমেইল মেইল করার জন্য আমার ছবি বন্ধু বান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি দিতে থাকে। এই ছবি দেখিয়ে আমাকে আবারো আমার অশ্লীল ছবি ও ভিডিও দেওয়ার জন্য চাপ দেয়। পরে ভয়ে আমি আমার নিজের অশ্লীল ছবি তুলে তাকে দেই। পরে এই ছবি দেখিয়ে আমার সাথে দৈহিক মেলা মেশা করার জন্য চাপ দিতে থাকে। আমি এতে অস্বীকৃতি জানাই। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে র্যাব-১১ কে জানাই।
এছাড়া জানা, গেছে র্যাব তার নিকট থেকে একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে।