আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অভিভাবক সমাবেশ

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলার শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠান হয়। নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। অতিথিরা পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিদ্যালয়টি  পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও জেলা প্রশাসক জসিম উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন , আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার, সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী সহ অনেকে।