আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে বুধবার একটি বসত ঘরের ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চৌচালা একটি টিনের ঘর সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে দাবী করা হয়েছে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবী করা হয়েছে ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে হলে তদন্ত করতে হবে। তাদের দাবী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় আব্দুল খালেক মিয়ার বাড়িতে অগ্নীকান্ডের এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত খালেক মিয়া জানান, বুধবার বেলা ১০টার দিকে হঠ্যাৎ ঘরে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই পুরো ঘরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মূহুর্তেই ঘরসহ সকল আসবাবপত্র পোড়ে ছাই হয়ে যায়। তবে পরিবারের সদস্যরা কেউ আহত হয়নি। আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তিনি আরও বলেন, আলমারিতে থাকা প্রায় ৩ লাখ টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় সহ মূল্যবান সকল জিনিসপত্র সম্পূর্ণ পোড়ে গেছে। এতে প্রায় ৮লাখ টাকার মালামালের ক্ষতি হয়ে থাকতে পারে। তার পরিবারের লোকজন বলেন, আমাদের থাকার মতো কোনো ঘর নেই। আমাদের এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাজাহান হোসেন বলেন, ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে হলে তদন্ত করতে হবে। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়ে থাকতে পারে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আগ্নিকান্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কীভাবে আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।