আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার থানার ২টি পৃথক সাজা ওয়ারেন্টের পলাতক আসামী ওমায়ের আহম্মেদ সুমন (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১৭ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে আড়াইহাজারের আতাদী এলাকার আবু ইউসুফ ভূইয়ার ছেলে। শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) র‌্যাব -১১ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামী একজন প্রতারক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৯ সাল থেকেই পলাতক অবস্থায় ছিল। আড়াইহাজার থানায় পৃথক ০২টি এনআই এক্টের মামলা রয়েছে, একটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ ৯১ হাজার টাকা এবং অপরটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।