আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আসল নকল বোঝা দরকার’

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, চতুর্দিকে আজ নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন আসলেই জনগণের কদর বাড়ে। আসল নকল এখন বোঝা দরকার। যারা শামীম ওসমান ও সেলিম ওসমানের মত ভালো মানুষ, আপনারা তাদেরকেই ভোট দেবেন। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে আয়োজিত আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে শামীম ওসমানকে বলে, ‘আমি আর দলে থাকতে চাইনা, আমি আর নির্বাচন করবোনা, আমার বয়স হয়ে গেছে।’ এক্ষেত্রে নতুন প্রজন্মকে দরকার। এই প্রজন্মকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বাঘের গর্জন দিয়ে দাড়াতে হবে।

তিনি আরো বলেন, একুশে আগস্ট তারেক জিয়ার নির্দেশে বঙ্গবন্ধু কন্যাকে চিরতরে শেষ করার চেষ্টা করা হয়েছিল। আমরা সেই তারেক জিয়ার বিচার চাই। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বহু মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের লোকজনকে ফাঁসিতে ঝুলিয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পেছনেও জিয়াউর রহমান জড়িত। এসময় নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।