আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলে অসন্তোষ নেই

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন ‘আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের কোন দলের মধ্যেই অসন্তোষ নেই’। নিয়মিত বৈঠক চলছে, খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে। তিনি বলেন- জোটের শরিকরাও নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন। এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলী উপস্থিত ছিলেন।

মাহবুবউল আলম হানিফ আরে বলেন- আসন বণ্ঠনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা যদি তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, সেটাও তারা পারবেন।
জোট প্রার্থীদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে কি সিদ্ধান্ত জানতে চাইলে হানিফ বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে না আছে সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি।