আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কোরআন/আল হাদিস

সূরা তাওবা১

আল কোরআন

আল কোরআন

সূরা তাওবা ১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
১৪. তোমরা তাদের সাথে যুদ্ধ কর, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, আর তোমাদের তাদের উপর বিজয়ী করবেন এবং মুমিনদের অন্তরসমূহকে শান্ত করবেন।
১৫. আর তাদের অন্তরসমূহের ক্ষোভ দূর করে দিবেন এবং যার প্রতি ইচ্ছা, আল্লাহ করুণা প্রদর্শন করবেন, আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

আল হাদিস

অযূর ফযীলত
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “কেয়ামতের দিন আমার উম্মাতকে ‘গুর্রান মুহাজ্জালীন’ বা ‘দীপ্তিমান মুখম-ল ও হাত-পায়ের অধিকারী’ বলে ডাকা হবে। কাজেই তোমরা যারা দীপ্তি বাড়াতে সক্ষম তারা যেন এ কাজ করে।”
[বুখারী: ১৩৬, মুসলিম: ২৪৬]

স্পন্সরেড আর্টিকেলঃ