আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আলীরটেক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীর উভয় তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

১৯ জুুন বুধবার ধলেশ্বরী নদীতে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিআইডব্লিউটিএর নির্বাহি ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।

এসময়  ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

জানান গেছে , উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযান চলবে  ৮ দিন ।

বিআইডাব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহিদুল্লাহ জানান, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত ৪টি পাকা ভবন, ৫টি ইটভাটার নদী দখলকৃত অর্ধলাখ বর্গফুট গাইড ওয়াল, বাঁশের পাইলিংসহ অন্তত ৩০টি কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় নদীর কমপক্ষে ২ একর জমি দখলমুক্ত করা হয়।