নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আড়াইহাজারের হাইজাদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসর আলী ও তার ছেলে বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
বুধবার (৯ এপ্রিল) নারায়ণঞ্জ জেলা চীফ জুডিশিয়াল আদালত ‘গ’ অঞ্চলের ম্যাজিস্ট্রেট অশোক কুমার এ আর্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্দুল রশীদ ভূঁইয়া।
তিনি জানান, দীর্ঘ শুনানীর পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩১০/১৮ইং মামলার আসামি আনসর আলী ও তার ছেলে বাবুকে বিজ্ঞআদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত এক লাখ টাকা যৌতুক দাবী করাসহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আড়াইহাজারের দক্ষিনপাড়া এলাকার ছোট খামারচর এলাকার হোসেনের মেয়ে নাছরিন আক্তার তার শ্বশুর হাইজাদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসর আলী, স্বামী বাবু ও ভাসুর সোহেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বাদীর অভিযোগ, মামলাটি দায়ের করার পর থেকেই বাদী নাছরিন ও তার ভাই হাফিজকে হুকমী-ধামকি দিয়ে আসছেন আসামিগণ ও তাদের লোকজনেরা।