আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রুবেল হত্যা মামলায় আলমাছ চেয়ারম্যানের স্থায়ী জামিন

আলমাছ চেয়ারম্যানের স্থায়ী জামিন

আলমাছ চেয়ারম্যানের স্থায়ী জামিন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলার জের ধরে মারামারিতে ছুরিকাঘাতে নিহত রুবেল হত্যা মামলায় আদালত স্থায়ী জামিন দিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে।

সোমবার ৭ আগস্ট সকালে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আলমাছের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করলে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে স্থায়ী জামিনের আদেশ দেন। তবে এ মামলায় চেয়ারম্যান আলমাছ ৮ আগস্ট পর্যন্ত অর্ন্তবর্তীকালিন জামিনে ছিলেন। আলমাছের স্থায়ী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট স্বপন ভূইয়া।

আসামী পক্ষের আইনজীবী স্বপন ভূইয়া জানান, আইপিএল খেলায় জুয়ার টাকাকে কেন্দ্র করে বন্ধুদের সাথে টাকা ভাগাভাগির রেস ধরে ছুরিকাঘাতে রুবেল নিহত হয়। তাই মহামান্য আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তি না থাকায় আদালত স্থায়ী জামিনের আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী হিসাবে আদালতে শুনানী করেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, এডভোকেট স্বপন ভূইয়া, আইনজীবী সমিতির সাবেক যগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জাকির সহ অর্ধ শতাধিক আইনজীবী।

বাদী পক্ষের আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারন সম্পাদক এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক এডভোকেট আবুল বাশার রুবেল, এডভোকেট মেজবাহ উদ্দীন, এডভোকেট সাজ্জাদুল হক সুমন প্রমূখ।

এ ব্যাপারে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলার আসামী তোফায়েল আহমেদ আলমাছ বলেন, শুধুই রাজনৈতিক হয়রানী করার জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা।

উল্লেখ্য, গত ২৭ শে মে আইপিএল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে জুয়া খেলার জেতা দশ হাজার টাকা চাইতে গিয়ে মোমেন ও রুবেলের সাথে কথা কাটাকাটি হয়। একে অপরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাতে রুবেলকে নিহত হয়।