সংবাদচর্চা রিপোর্ট:
হত্যা মামলায় আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর ) হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ও কেএম জাহিদ সারোয়ারের বেঞ্চে এ আদেশ দেন। আসামির পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট ইউসুফ আহমেদ হুমায়ুন ও এডভোকেট জেসমিন সুলতানা।
উল্লেখ্য গত ১ জুন মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সোলায়মান মিয়া (৩৭) গণপিটুনিতে নিহত হয়। তখন রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ তাকে এ হত্যা মামলায় আসামী করে।