নিজস্ব প্রতিবেদক:
কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় রূপগঞ্জের মুড়াপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রূপগঞ্জ ট্যুরিজম ক্লাবের পক্ষ থেকে গরু জবাই করে ৩০০০ (তিনহাজার) জন লোক খাওয়ানো হয় । শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রূপগঞ্জ ট্যুরিজম ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ তাবিবুল কাদির তমাল।রূপগঞ্জ ট্যুরিজম ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন নাদীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিমুদ্দিন মিয়া । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতি মেম্বার, রহুল, বকুল মিয়া, মাসুম, মনির, সুমন, জনি, মাহবুব, কবির, কাজল ও নাসির মাস্টার,সোহেল, সারোয়ার, ইলিয়াস প্রমুখ।