আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আরজু হত্যা মামলায় ৭ জনের রিমান্ড, আদালতে হট্টগোল

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের  টানবাজার র‍্যালি বাগান এলাকায় মাদক নির্মূল কমিটির সদস্য আরজু বেগম হত্যা মামলার রিমান্ড শুনানিতে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। শুনানির শুরুতে বিচারক গ্রেফতার ৯ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করলেও পরে আইনজীবীদের আপত্তি ও রিভিউ আবেদন করেন। পরে আবেদনের প্রেক্ষিতে এই মামলার আসামি দুইজন আইনজীবীর রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সোমবার (১ এপ্রিল) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ প্রদান করেন।

রিমান্ডে নেওয়া ৭ আসামি হলেন রমজান, পপি, হাসিনা, সাহের বানু, সোনিয়া আক্তার, শফিকুর রহমান ও সাহাবুদ্দিন। এছাড়া আইনজীবী দুই আসামি এড. হামিদা খাতুন লিজা ও আসমা আক্তারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ৯ জনের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড আবেদন সহ আসামিদের আদালতে প্রেরণ করে সদর মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেলে টানবাজারের র‍্যালি বাগান এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় বিদ্যুতের শক দিয়ে ৫ সন্তানের জননী আরজু বেগমকে হত্যা করা হয়। আরজু বেগম র‍্যালি বাগান মাদক নির্মূল কমিটির সহ সভাপতি ছিলেন।

এ ঘটনায় ওই রাতেই নিহতের মেয়ের জামাতা সেলিমা মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ আরও ২০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে।