আজ মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি সঠিক বিচার করব: মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট: কাঁচা পাট রপ্তানিতে শুল্ক আরোপ না করতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আরজু রহমান ভূঁইয়া । শনিবার ( ২৯ আগস্ট) রূপসী গাজী ভবনে মন্ত্রীর বাসায় তার সঙ্গে দেখা করে আরজু ভূঁইয়া এ দাবি করেন। আরজু ভুঁইয়া মন্ত্রীকে জানান, কাঁচা পাট রপ্তানীর উপর শুল্ক আরোপ করলে কাঁচা পাট রপ্তানী বাধাগ্রস্ত হবে। দেশ বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে। ব্যবসায়ী এবং পাট চাষী ক্ষতিগ্রস্ত হবে। দেশে পর্যাপ্ত পাট মজুদ রয়েছে । কিছু অসাধু ব্যবসায়ী এই খাতকে ধ্বংস করার জন্য এ চক্রান্ত করছে। আপনার কাছে দাবি আপনি এর সুষ্ঠু বিচার করবেন। ডিজি জুটের মাধ্যমে পাটের মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরজু ভুইয়ার উদ্দেশ্যে বলেন, আমি বিচারকের আসনে আছি। যেটা সঠিক বিচার সেটাই আমি করবো। যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি আপনারাও পাটের দাম যেনো বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখবেন।