নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, কেউ চিরদিনের জন্য দুনিয়াতে আসেনি। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুক্কুর মাহমুদ আমাদের মাঝে নেই কিন্তু তার কর্মকান্ড চাল চলন আমাদের মাঝে আছে। আগামিতে আমি মহানগর আওয়ামী লীগের সভাপতি নাও থাকতে পারি। আমাদেরকেও এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ২ নম্বর রেলগেটস্থ আওয়াম লীগ কার্যালয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, আমাদের মাঝে কোন ভুল ত্রুটি হলে তা নিজেরাই সমাধান করতে হবে। ঘরের কথা বাহিরে যেতে দেয়া যাবে না। দলের নাম ভাঙ্গিয়ে মাদকসহ বিভিন্ন অপকর্ম করলে দল এগিয়ে যাবে না। তিনি বলেন, পিতার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য শুক্কুর মাহমুদের সন্তানকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার আদর্শ প্রতিষ্ঠা লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।
আরএইচ/এসএমআর