আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি ভীতু নয়: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেছেন ,আমি ভীতু বা মন ভেঙে যাওয়ার মানুষ নয়। আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধারা নিজের দেশকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।মুক্তিযোদ্ধারা কোনোদিন ভাবেনি যুদ্ধ কীভাবে শেষ হবে? আদৌ শেষ হবে কি না! কিন্তু তারা একটা জিনিস ভেবেছিলেন আমার এ দেশটাকে রক্ষা করা লাগবে।

বৃহস্পতিবার (৫মার্চ)বিকেল ৩টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্নে রওজাতুল সালিহীন মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে নারায়নগঞ্জের অবদান শীর্ষক  শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জসীম উদ্দিন  বলেন, এবার নারায়নগঞ্জ থেকে স্বাধীনতা পদক পাচ্ছে মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এটা এই জেলার জন্য গর্বের বিষয়।

তিনি বলেন,  এখানে ১২৫ জন শিক্ষক শিক্ষকা আছেন, আপনারা বাচ্চাদের আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস  জানাবেন। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? আমরা কেন মুজিবর্ষ পালন করছি?আপনাদের কথা বাচ্চারা শুনে থাকে। সেই অনুভূতিগুলো নতুন প্রজন্মকে আপনার মত করে বলবেন। তখন ও বুঝে যাবে পাকিস্তানি হানাদার বাহিনী কী করে ছিল এই দেশে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারি , সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, জহির উদ্দিন (জজ), জুলহাস উপস্থিত ছিলেন।