আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার আর না করাটাই ভালো: আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচন দেখতে দেখতে প্রায় তিনটা শেষ করে চতুর্থটায় পা দিলাম, আমার মনে হয় আর না করাটাই ভালো। কারণ এক সাথে এক জায়গায় এতদিন থাকাটাও ঠিক না। যাই হোক, আমি এই কথাটা এই কারণে বলতে চাচ্ছি দীর্ঘদিন যাবত আমি নারায়ণগঞ্জে কাজ করেছি, মানুষের সেবা করেছি। কাজ করতে গিয়ে আমি কখনো পক্ষপাতিত্ব অবলম্বন করি নাই।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনের পাশে খেলাঘর আসরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন। দলীয় সুত্রের খবর তিনি ভবিষ্যতে কি করবেন তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তার ঐ কথার পর শহরে নানা কথা হচ্ছে।

সর্বশেষ সংবাদ